কেন শর্ট লিংক ব্যবহার করবেন?

ইন্টারনেট মার্কেটিং এ আমরা প্রায়ই দেখি বিভিন্ন ওয়েবসাইট তাদের ব্লগ লিংক প্রমোশন এর জন্য ছোট করে পাবলিশ করে যেমন https://bit.ly/EngageRe  আপনি যখন আপনার ওয়েবসাইট এর ব্লগ লিংক অথবা ইউটিউব এর ভিডিও লিংক শেয়ার করবেন আপনার অরিজিনাল লিংক দিয়ে, দেখা যাবে লিংকটি দেখতে বেশ বড়। এক্ষেত্রে মোটামোটি সব ওয়েবসাইট এর ব্লগ পাবলিশ করার সময় লিংকটি ছোট করে দেয়া হয়। আজকে আমরা জানব শর্ট লিংক ব্যবহার এর উপকারিতা এবং কি কি টুল ব্যবহার করে বড় লিংকটিকে ছোট করা যায়।     

শর্ট লিংক ব্যবহারের বেশ কিছু উপকারিতার মধ্যে ৩টি অন্যতম। 

১. শর্ট লিংক  দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি সহজে মনে রাখা যায়। বড় লিংক ভিসিটরের কাছে দেখতে আকর্ষণীয় নয়। কিছু কিছু ক্ষেত্রে জটিল মনে হয়। কখনও কখনও তারা কিছুটা বিভ্রান্ত হতে পারে। 

২. শর্ট লিংক টুলের সাহায্যে কাস্টোমাইজেড করা যায়। আপনার অডিয়েন্স শর্ট URL এ  ক্লিক করার সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষত যদি এটি ব্র্যান্ডের সাথে স্বীকৃতভাবে যুক্ত থাকে। শর্ট ইউআরএলগুলি 39% ট্রাফিক বাড়িয়ে তুলতে পারে, Rebrandly অনুসারে।

৩. শর্ট ইউআরএল লিংক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলির মধ্যে একটি হল আপনার শেয়ার করা লিঙ্কের  ক্লিকগুলি ট্র্যাক করার ক্ষমতা। শর্ট লিংক  ব্যবহার করে আপনি আপনার লিংক এর ট্রাফিক ইনসাইটস এবং কারা আপনার লিংক এ ক্লিক করেছে তা ট্র্যাক করতে পারবেন।

কি কি টুল ব্যবহার করা যেতে পারে ?

১. Bit.ly

২. Rebrand.ly

৩. Ow.ly

৪. Buff.ly 

শর্ট লিংক ব্যবহারে কিছু সমস্যা রয়েছে যেগুলো ব্যবহারের আগে মাথায় রাখা প্রয়োজন।

১. ফেইসবুক এ শর্ট লিংক ২৫বারের বেশি শেয়ার অথবা কমেন্ট এবং ইনবক্সে পোস্ট করলে ফেইসবুক অথরিটি লিংকটিকে স্প্যাম হিসেবে গণ্য করে এবং একাউন্ট বা পেইজটি বন্ধ করে দেয়। 

২. স্প্যামিং হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাকাররা শর্ট লিংক এর সাহায্যে হ্যাকিং করে থাকে।